আবুধাবীর ইলেক্ট্রাতে এসএলআর এর যাত্রা শুরু

আমিরাত প্রতিনিধি:  ইলেক্ট্রিক, সেনিটারি ও পেইন্টিং সামগ্রীসহ বিভিন্ন রকমের অত্যাধুনিক নির্মাণ সামগ্রীর বিপুল সমাহার নিয়ে আবুধাবীর এল এল এইচ হাসপাতালের পেছনে ইলেক্টা রোডের আন্ডার পাস সংলগ্ন জায়গাতে যাত্রা শুরু করেছে এসএলআর (SLR) ইলেক্ট্রিক্যাল এণ্ড স্যানিটারি ট্রেডিং নামের বাংলাদেশী নতুন ব্যবসায় প্রতিষ্ঠান।

সোমবার (২৮ আগস্ট) বাদে মাগরিব ফিতা এবং কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন স্থানীয় আমিরাতী ছৈয়দ আহমদ ও ছৈয়দ মুহাম্মদ।

এসময়  প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী তরুণ ব্যবসায়ী সৈয়দ লুৎফর রহমানসহ আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতি আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন,  বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির তালুকদার, জনতা ব্যাংক আমিরাতের সিইও এস এম কামরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওহাব, ওসমান গনি আলমগীর, ব্যবসায়ী আজম খান, মাহবুবুল আলম, জাহাঙ্গীর আলম, নেছার উল হক, নাসির উদ্দিন, রবিউল তালুকদারসহ বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানটির সফলতা কামনার পাশাপাশি দেশীয প্রবাসীদের তাদের প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করার আহবান জানান।

Scroll to Top