আবুধাবীতে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক প্রবাসীর মৃত্যু

আমিরাত প্রতিনিধি: আবুধাবীতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির বদিউল আলম (৬১) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় দেশটির মোছাফ্ফা আবুধাবি আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বদিউল আলমের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার সুন্দরপুর গ্রামের নারায়ণহাট ইউনিয়নের মোহাম্মদ ইসমাইলের ছেলে।

আবুধাবীর ফটিকছড়ি সমবায় সমিতির সহ-সভাপতি মঈন উদ্দিন জানান বদিউল আলম একজন রেন্টাল পিকআপ চালাতেন। মুসাফফাহ থেকে ভাড়া নিয়ে আবুধাবী আসার পথে তার পিকআপকে পেছন থেকে আরেকটি গাড়ি হালকা ধাক্কা দেন।তিনি রাস্তার পাশে গাড়ি থামিয়ে তা দেখতে যান। এ সময় দ্রুতগতিতে আসা অপর একটি পাকিস্তানি মাইক্রোবাস তাকে ধাক্কা দেন। এতে মাথায় ও বুকে মারাত্নক জখম হলে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বদিউল আলম ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি আবুধাবি প্রবাসী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে যান।

পুলিশ ওই মাইক্রোবাস চালক ও গাড়িটিকে আটক করেছেন। নিহতের লাশ বর্তমানে আবুধাবির বানিয়াস মর্গে রয়েছে। প্রয়োজনীয় অনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে প্রেরণ করা হবে বলে জানান সহ-সভাপতি মোহাম্মদ মঈন উদ্দিন।

Scroll to Top