আবুধাবীতে মারা গেলেন চকবাজারের প্রবাসী যুবক নুর নেজাম

আমিরাত প্রতিনিধি : আবুধাবীতে মোহাম্মদ নুর নেজাম এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। ব্রেন স্টোক করে  দীর্ঘ দুই মাস যাবৎ মোছাফ্ফার আহলিয়া হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্হায় চিকিৎসাধীন ছিলেন।

মোহাম্মদ নুর নেজাম নগরীর চকবাজার এলাকার বাসিন্দা। মাত্র দেড় বছর আগে তিনি আমিরাতে যান জীবিকার তাগিদে।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ২ টায় তিনি ইন্তেকাল করেছেন বলে বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার।

মৃত মোহাম্মদ নুর নেজাম চট্টগ্রাম চকবাজার ১৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কবির আহমদের ছেলে।

তাঁর চিকিৎসা ব্যয়সহ অন্যান্য বিষয়াদি তদারকি করার জন্য হসপিটাল কর্তৃপক্ষের সাথে  স্হানীয় সময় দুপুর ১.০০ টায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলার মিসেস লুৎফর নাহার নাজিম, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদারসহ অন্যান্যরা হসপিটালে উপস্থিত ছিলেন। তারা হসপিটাল কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা শেষে চলে গেলে দুপুর ২.০০ টায় মারা যান নুর নেজাম।

উল্লেখ্য যে, মরহুম মোহাম্মদ নুর নেজাম মাত্র বছর দেড়েক আগে পার্টনার ভিসা নিয়ে আমিরাতে আসেন। তাঁর কোন মেডিকেল ইন্সুরেন্স কার্ড ছিল না। ফলে বিশাল অংকের চিকিৎসা ব্যয় মেটানোর জন্য হসপিটাল কর্তৃপক্ষ নাসির তালুকদারের মাধ্যমে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে। তাঁর লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/মান্নান/এসআইএস

Scroll to Top