আবুধাবীতে মাছ ধরতে গিয়ে স্পীডবোট উল্টে নিহত ১

আমিরাত প্রতিনিধি: আবুধাবীতে মাছ ধরতে গিয়ে স্পীড বোট দূর্ঘটনায় মোকতার হোসেন (৩৫) এর মৃত্যু হয়, জোবাইদুল করিম (৪০) ও মোহাম্মদ নবী (৪০) আহত হয়। তাঁরা সবাই চট্টগ্রামের অধিবাসী।

জানা যায়, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর শিক্ষা সম্পাদক জোবাইদুল করিম, মোহাম্মদ নবী ও মোকতার হোসেন রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আবুধাবীর সাগরে মাছ শিকার করতে গিয়ে ফিরে আসার সময় তাদের স্পীডবোটটি বিকল হয়ে পড়লে সন্ধ্যায় সাহায্যের জন্য অন্য একটি বোট আনা হয়।

সাহায্যকারী বোট এসে তাদের বোটকে টেনে কূলে আনার সময় রশি ছিড়ে গেলে পাশের একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে বোটটি উল্টে যায়। এতে বোটে থাকা জোবাইদুল ও নবী পাড়ে উঠে এলেও মোকতার হোসেন পানিতে তলিয়ে মৃত্যু বরণ করেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। পরে মোকতারের লাশ উদ্ধার করা হয়।

দূর্ঘটনায় আহত জোবাইদুল করিম ও মোহাম্মদ নবী হোসেন বর্তমানে আবুধাবীর শেখ খলিফা হসপিটালে চিকিসাধীন আছেন।

নিহত মোকতার আবুধাবি ইলেক্ট্রা রোডের তাহছিল অফিসে (ভিসা প্রোসেসিং অফিস) কাজ করতেন। ১৫ বছরেরও বেশি সময় ধরে আমিরাতে অবস্থান কারী মোকতার চার বছর আগে বিয়ে করে সস্ত্রীক আবুধাবী বসবাস করছিলেন।তাঁর মৃত্যুতে প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Scroll to Top