আবুধাবীতে ফটিকছড়ি প্রবাসীদের ঈদুল ইতিহাদ উদযাপন

আমিরাত প্রতিনিধি:  সংযুক্ত আরব আমিরাতের ৫৩তম জাতীয় দিবস ঈদুল ইতিহাদ উদযাপন উপলক্ষে আবুধাবী চট্টগ্রাম ফটিকছড়ি প্রবাসীদের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২রা ডিসেম্বর) আবুধাবীর কর্নেস লেক পার্কে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা, রাফেল ড্র, পুরস্কার বিতরণীসহ নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়।

সংগঠক মইন উদ্দিন মঈনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠক রবিউল হাসান তালুকদার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব জাহাঙ্গীর চৌধুরী, সমাজ সেবক মাহাবুবুল আলম, ব্যবসায়ী মোহাম্মদ আজম খান, ব্যবসায়ী নেছার আহমদ সওদাগর, এস এম আবু তৈয়ব, সৈয়দ লুৎফুর রহমান প্রমুখ।

বক্তব্য রাখেন নাসির উদ্দিন লিটন, ইয়াকুব আলী, নাসির উদ্দিন, নাসের মামুন, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ দিদার, হাফেজ মোহাম্মদ ছরোয়ার প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন মোহাম্মদ মোফাসসিল, মোঃ ইলিয়াস, মোহাম্মদ টুটুল, মোহাম্মদ জানে আলম সওদাগর, মোহাম্মদ শাহজাহান, ব্যবসায়ী মাহমুদুর রহমান, ব্যবসায়ী মেজবাহ উদ্দিন সুমন, ব্যবসায়ী দিদার আলম বাবু, রাসেল, জুয়েল, জিয়াউল হক সুমন, মোঃ ইকবাল মাসুম, মোহাম্মদ দস্তগীর প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য ব্যবসায়ী মাহমুদ আজম খান, ব্যবসায়ী নেসার আহমদ সওদাগর, ব্যবসায়ী আমানুল্লাহ চৌধুরী, রাধুনীতে মিসেস মহিউদ্দিন, মিসেস নেসার আহমেদ, মিসেস সৈয়দ লুৎফুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। দক্ষ সংগঠক ও অনুষ্ঠান আয়োজনে মুখ্য ভূমিকা পালনকারী হিসেবে রবিউল হাছান তালুকদারকে সম্মাননা স্মারক দেয়া হয়।

অনুষ্ঠান আয়োজকের পক্ষ থেকে মোহাম্মদ মউন উদ্দিন, নেসার আহমদ ও রবিউল হাসান তালুকদার সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আবুধাবী বসবাসরত ফটিকছড়ির প্রবাসীরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এম আবদুল মান্নান/ইউডি  

Scroll to Top