আবুধাবীতে দেশী প্রতিষ্ঠানের যাত্রা শুরু: শ্রমিকদের বন্ধ ভিসা স্বাভাবিক করার দাবী

আমিরাত প্রতিনিধি: আমিরাতে দেশীয় শ্রমিকদের বন্ধ ভিসা স্বাভাবিক করার দাবী জানিয়েছেন আবুধাবীর প্রবাসী ব্যবসায়ীরা। আবুধাবীর মোছাফ্ফা সাবিয়াতে দেশীয় মালিকানাধীন বেস্ট কোয়ালিটি বিল্ডিং মেটেরিয়ালস উদ্বোধনকালে তারা এ দাবী জানান।

ইলেক্ট্রিক,প্লাম্বিক, ডেকোরেশানসহ  যাবতীয় নির্মাণ সামগ্রীর বিপুল সমাহার নিয়ে আবুধাবির মোছাফ্ফার ১০নং সাবিয়ার মদীনা হাইপার মার্কেটের সম্মুখে যাত্রা শুরু করল দেশীয় মালিকানাধীন এই বেস্ট কোয়ালিটি বিল্ডিং মেটেরিয়ালস এসএলসি সপ। গত

রবিবার (৫ নভেম্বর) বাদে মাগরিব প্রতিষ্ঠানের বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।

এ সময়ে প্রতিষ্ঠানের  মালিক আবুধাবির  বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আবুল বশর, মোছাফ্ফার বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব মোহা্মদ ফেরদৌস, বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন তালুকদার, বাংলাদেশ সমিতির আব্দুল কুদ্দুস খালেদ, প্রকৌশলী আশীষ বড়ুয়া, গোলাম কাদের ইফতি, আহমেদ হোসেন তালুকদার, নুর মোহাম্মদ, ব্যবসায়ী মোহাম্মদ ফজলু,মাঈন উদ্দিন রনী, প্রতিষ্ঠানের ম্যানেজার মোহাম্মদ জামশেদুর রহমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Scroll to Top