আবুধাবিতে যুবদলের প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আরব আমিরাত প্রতিনিধি: আবুধাবিতে যুবদলের নামে অবৈধভাবে কমিটি গঠনের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) আবুধাবি একটি রেস্টুরেন্টের হল রুমে আবুধাবি যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদত হোসেন মুন্নার সঞ্চালনায় সভাপতিত্ব করেন আবুধাবি বিএনপির সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি আতাউর রহমান (মামুন)।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আবু ইউছুফ রানা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএই কেন্দ্রীয় যুব দলের সহ-সভাপতি জানে আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু রাসেল, আবুধাবি সেচ্ছাসেবক দলের উপদেষ্টা আবুল কালাম, আবুধাবি যুবদলের সহ-সভাপতি ইমাদ হোসেন। আরো উপস্থিত ছিলেন মাহমুদুল হাছান, মোঃ আব্দুল্লাহ, মোঃ ইমরান, নুরুল হুদাসহ আরো অনেকে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নাম দিয়ে সোশ্যাল মিডিয়া এবং কিছু দুষ্কৃত ব্যক্তি বিভিন্ন জায়গায় কমিটি ঘোষণা নামে প্রচারণা করা যাচ্ছেন। তারা হুশিয়ার করে বলেন যুবদল আমিরাতের আবুধাবিতে একটি অনুমোদিত কমিটি।

বক্তারা আরো বলেন, যারা যুবদল কমিটি নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন তাদেরকে কোন অবস্থায় ছাড় দেওয়া যাবে না। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রবাস এবং দেশে যারা দলের জন্য কাজ করে যাচ্ছেন সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

চাটগাঁ নিউজ/সনজিত/এমকেএন

Scroll to Top