আবার তিনজনকে সামনে আনছেন হুমায়ূনপুত্র নুহাশ

বিনোদন ডেস্ক: প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের সফল সৃষ্টি ‘তারা তিনজন’। যেখানে তিন চরিত্রে অভিনয় করেছিলেন ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু। তাদের নিয়ে একাধিক নাটকও নির্মাণ করেন হুমায়ূন আহমেদ। যার সবগুলোই পেয়েছে তুমুল জনপ্রিয়তা।

নতুন খবর হলো, জনপ্রিয় এই তিনজনকে পাঁচটি বিজ্ঞাপনের মাধ্যমে পর্দায় আনছেন হুমায়ূনপুত্র। বিজ্ঞাপনেও তারা ফিরছেন নাটকের সেই ‘মামা-ভাগ্নে’র রূপে। এর মধ্যদিয়ে ১৪ বছর পর আবারও ভিন্ন মাধ্যমে একসঙ্গে ফিরছেন তারা।

নুহাশ বলেন, ‘বাবার পরিচালনায় যারা অভিনয় করেছেন, তাদের সঙ্গে আমার কাজ করার খুব আগ্রহ ছিল। ডা. এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, স্বাধীন খসরু চাচাদের সঙ্গেও কাজ করব এমন ইচ্ছা ছিল। বেশ কয়েক দিন আগে একটি প্রতিষ্ঠান থেকে আমাকে প্রস্তাব দেওয়া হয় এই তিনজনকে নিয়ে বিজ্ঞাপন নির্মাণের। যেহেতু উনাদের সঙ্গে কাজ করার আগ্রহ ছিল, তিনজনকে নিয়েই বিজ্ঞাপনচিত্র হওয়ায় আগ্রহবোধ করি। পাশাপাশি বলব পাণ্ডুলিপির কথা। বিজ্ঞাপনগুলোর পাণ্ডুলিপি খুবই চমৎকার, তাই রাজি হয়ে যাই।’

হুমায়ূনপুত্র আরও বলেন, আমরা উনাদের শুধু কৌতুকাভিনেতা হিসেবেই বেশি দেখি। তবে উনারা কিন্তু সব ধরনের অভিনয়ই জানেন। শুটিংয়ের সময় উনাদের অভিনয়, আড্ডা, পারস্পরিক রসায়ন, প্রাণখোলা হাসি, ইউনিটের স্পট বয় থেকে সবার আলাদা করে নজর কাড়ে। তাই আমি উনাদের নিয়ে আরো বড় পরিসরে কাজ করতে আগ্রহী।

জানা গেছে, তিনজনকে নিয়ে নিয়ে সদ্য নির্মিত বিজ্ঞাপনচিত্রগুলো একটি আর্থিক লেনদেন করা অ্যাপের। যা শিগগিরই সম্প্রচারে আসবে বিভিন্ন প্রচারমাধ্যমে।

উল্লেখ্য, এজাজ, ফারুক ও স্বাধীনকে নিয়ে হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘তারা তিনজন’, ‘তারা তিনজন টি-মাস্টার’, ‘তারা তিনজন ঝামেলায় আছে’, ‘তারা তিনজন- হে পৃথিবী বিদায়’, ‘তারা তিনজন ফুচকা বিলাস’, ‘ভাইরাস’, ‘আমরা জেগে আছি’, ‘আবারো তিনজন’, ‘আমরা তিনজন’, ‘উড়ে যায় বকপক্ষী’ ইত্যাদি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top