আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানে একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, রাজস্থানের চুরু জেলার ভানুদা গ্রামের কাছে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) এই জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
প্রাথমিক তথ্য অনুসারে, একটি মাঠে পাইলটের মৃতদেহের সঙ্গে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। মৃতদেহটি ক্ষত-বিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন কর্তৃক দুর্ঘটনায় নিহত পাইলট এবং অন্য একজনের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। জানা গেছে, প্রশিক্ষণ মিশনে বিমানটি নিকটবর্তী ঘাঁটি থেকে উড়েছিল।
প্রতিরক্ষা সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি দুই আসন বিশিষ্ট ছিল। তবে দ্বিতীয় পাইলটের অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিমান বাহিনী দুর্ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠিয়েছে।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা আকাশ থেকে বিকট শব্দ শুনতে পান। এরপর ক্ষেত থেকে আগুন এবং ধোঁয়া উড়তে থাকে। স্থানীয় বাসিন্দারা আরও জানায়, দুর্ঘটনার ফলে কাছের ক্ষেতে আগুন লেগে যায়, যা তারা নিজেরাই নেভানোর চেষ্টা করেন।
জেলা কালেক্টর অভিষেক সুরানা এবং পুলিশ ও সেনাবাহিনীর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত শুরু হয়েছে।
চলতি বছরে এটি তৃতীয় জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনা। প্রথমটি গত ৭ মার্চ হরিয়ানার পঞ্চকুলায় এবং দ্বিতীয়টি ২ এপ্রিল গুজরাটের জামনগরের কাছে বিধ্বস্ত হয়েছিল। ভারতে বিমান বাহিনীর ৬টি স্কোয়াড্রনে ১২০টি জাগুয়ার যুদ্ধবিমান রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন