আবারও ১ জনের মৃত্যু করোনায় , শনাক্তের হার প্রায় ১০

সিপ্লাস ডেস্ক: দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার ১৬ জুন সকাল আটটা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫৮ জনই আক্রান্ত হয়েছেন ঢাকায়।

আজ  বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৭৪।

গতকালও করোনায় একজনের মৃত্যু হয়েছিল, আর করোনা শনাক্ত হয়েছিল ১৫১ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায়।

দেশে এ পর্যন্ত ২০ লাখ ৪১ হাজার ১৩২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ২৩৮ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৫৫ জন।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসের ১৮ তারিখে। তিন বছর পর গত মাসে করোনাভাইরাসের কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার করার ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Scroll to Top