আবারও স্কুলে ফিরতে চাই ক্যান্সার আক্রান্ত আবিদ, প্রয়োজন আর্থিক সাহায্য

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার গারাংগিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র মো. আবিদ হাসান (১৩)। খেলাধুলা আর পড়াশোনা যার সমানতালে চলতো সেই আবিদের এখন সময় কাটছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ৩৭নং ওয়ার্ডের (ক্যান্সার ইউনিট) ৮নং বেডে। চোখেমুখে যার এক সময় ছিল রঙিন স্বপ্ন এখন তার সামনে কেবল অনিশ্চিত ভবিষ্যত!

কারণ সদা হাস্যোজ্জ্বল এই কিশোরটির শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ‘ব্লাড ক্যান্সার’। এরপর থেকে পাল্টে গেল তার জীবন। হাসপাতাল, ডাক্তার, ঔষুধ এসবই এখন তার নিত্য সঙ্গী। অদম্য ইচ্ছাশক্তির আবিদ এই মরণব্যাধিকে হারিয়ে আবারও ফিরতে চাই  স্কুলে। কেবল প্রয়োজন আপনার একটু সহযোগিতা।

জানা গেছে, আবিদ দুই ভাই এক বোনের মধ্যে সবার বড়। বাবা নুরুল কবির স্থানীয় কাপড়ের দোকানে চাকরি করেন, মা রিনা আক্তার গৃহিণী। সীমিত আয়ের সংসারে সন্তানের এই ব্যয়বহুল চিকিৎসার বোঝা তার একার পক্ষে বহন করা প্রায় অসম্ভবই বটে।

চিকিৎসকরা জানিয়েছেন, আবিদের চিকিৎসায় আনুমানিক প্রয়োজন প্রায় ১০-১২ লাখ টাকা। কিন্তুু  আবিদের বাবা নুরুল কবিরের সাধ্য নেই এই ব্যয় বহন করার। তাইতো চিকিৎসা ব্যয় জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে।

হাসপাতালের বিছানায় শুয়ে আবিদ শুধু একটা কথাই বলছে—‘‘আমি আবার স্কুলে ফিরতে চাই। আমি বাঁচতে চাই’’।

সন্তানের হাসি যেন অর্থের অভাবে থেমে না যায়, সেজন্য দেশে-বিদেশে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা চেয়েছেন আবিদের মা-বাবা।

সাহায্য পাঠানোর ঠিকানা

বিকাশ : ০১৮৭৪৪২৫৯৭৫ (ব্যক্তিগত)
নগদ : ০১৩২২২১৫৯৬৫ (ব্যক্তিগত)
ব্যাংক হিসাব নম্বর : ১৩৯১১২০০৪১৮৯২
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চকবাজার ব্রাঞ্চ, চট্টগ্রাম।

ঠিকানা : মাষ্টার পাড়া, গারাংগিয়া, সাতকানিয়া-৪৩৮৬, চট্টগ্রাম।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top