আবারও রক্তাক্ত রাউজান: দুর্বৃত্তের গুলিতে নিহত যুবদলকর্মী 

রাউজান প্রতিনিধি: আবারও রক্ত ঝড়েছে রাউজানে। এবার দুর্বৃত্তের গুলিতে মো. আলমগীর প্রকাশ আলম (৪৫) নামে এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের চারাবটতল এলাকার কায়কোবাদ চৌধুরী জামে মসজিদের সম্মুখে এই ঘটনা ঘটেছে। এতে রিয়াজ নামে তার এক সহযোগীও গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

বর্তমানে ঘটনাস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।

তিনি বলেন, আমরা এখন ঘটনাস্থল পরিদর্শন করছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত একজনকেও চমেকের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ৭ অক্টোবর হাটহাজারীর মদুনাঘাটে মোটরসাইকেলে করে আসা অস্ত্রধারীদের ছোড়া গুলিতে মুহাম্মদ আবদুল হাকিম (৫২) নামে রাউজানের এক বিএনপি কর্মী নিহত হন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার, চাঁদাবাজিসহ বিভিন্ন কারণে রাউজানে অন্তত ১৭ জন খুনের শিকার হয়েছেন। যাদের অধিকাংশ বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন।

চাটগাঁ নিউজ/জুবায়ের/জেএইচ

Scroll to Top