আবারও ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হার বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ড্র করার পর দ্বিতীয়টিতে হেরেছিল বাংলাদেশ। ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর এবার ওয়ানডে সিরিজে টাইগাররা হার দেখল ২-১ ব্যবধানে।

৩ ম্যাচের সিরিজের প্রথমটিতে শ্রীলংকার জয়ের পর দ্বিতীয়টিতে জিতেছিল বাংলাদেশ। আজকের ম্যাচটি পরিণত হয়েছিল অলিখিত ফাইনালে। তবে সিরিজ নির্ধারণী এই ম্যাচে ৯৯ রানে হেরে গেছে মেহেদী হাসান মিরাজের দল।

শ্রীলংকার দেওয়া ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনার ইঙ্গিতই দিয়েছিলেনন তানজিদ তামিম। ঝোড়ো গতিতে ব্যাটিং শুরু করলেও তৃতীয় ওভারের শেষ বলে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। তার আগে ১৩ বলে ১৭ রান করেন তিনি। পরের ওভারে ‘গোল্ডেন ডাক’ মারেন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে হৃদয়কে নিয়ে ঘুরে দাঁড়াতে গিয়ে নিজেই উইকেট বিলিয়ে আসেন পারভেজ হোসেন ইমন। বাউন্ডারি হাঁকাতে গিয়ে দুনিথ ভেলালাগের বলে ধরা পড়েন নিশান মাদুশকার হাতে। ৪৪ বলে ২৮ রান করেন তিনি।

৬২ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক মিরাজকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন হৃদয়। বড় জুটির ইঙ্গিত দিয়েও ফিরেছেন মিরাজ। ১০৫ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ২৫ বলে ২৮ রান করে আউট হন বাংলাদেশ অধিনায়ক। সেট হয়েও ব্যর্থ হন শামীম হোসেন পাটোয়ারি (১৮ বলে ১২)। বাংলাদেশের জয়ের স্বপ্ন শেষ হয় ১৫৩ রানের মাথায় ষষ্ঠ ব্যাটার হিসেবে তাওহিদ হৃদয় ফিরলে। ৭৮ বলে ৩ চার ও একটি ছক্কায় ৫১ রান করেন তিনি।

লেজের দিকের ব্যাটাররাও ছিলেন যাওয়া-আসার ভূমিকায়। শেষদিকের ব্যাটারদের নিয়ে জাকের আলি ৩৫ বলে ২৭ রানের ব্যক্তিগত ইনিংস খেললে তাতে পরাজয়ের ব্যবধানই কেবল কমে। ৬২ বল বাকি থাকতেই ১৮৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

পাল্লেকেলেতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান করে শ্রীলংকা। আজ আজ টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিল শ্রীলংকা। যদিও শুরুতেই ওপেনার নিশান মাদুশকাকে ফিরিয়ে দারুণ সূচনা এনে দেন তানজিম হাসান সাকিব। দ্বিতীয় উইকেটে পাথুম নিশাঙ্কা ও কুশল ৫৬ রানের জুটি গড়েন। ৬৯ রানের মাথায় নিশাঙ্কাকে (৪৭ বলে ৩৫) ফিরিয়ে জুটি ভাঙেন আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া তানভির ইসলাম।

সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি কামিন্দু মেন্ডিস। ২০ বলে ১৬ রান করে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। ১০০ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন কুশল ও আসালঙ্কা। দারুণ ব্যাটিংয়ে চতুর্থ উইকেটে ১২৪ রান যোগ করেন এই দুজন।

এরই মধ্যে সেঞ্চুরি পূর্ণ করেন কুশল মেন্ডিস। ওয়ানডেতে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়। ২০১৭ সালে ডাম্বুলায় আগের সেঞ্চুরিটি করেছিলেন তিনি। এছাড়াও কুমার সাঙ্গাকারা (৩০৯০), ব্রেন্ডন টেলর (২৮৭৩) ও হ্যামিল্টন মাসাকাদজার (২৪৪৯) পর বাংলাদেশের বিপক্ষে সব সংস্করণ মিলিয়ে ২ হাজার রান পূর্ণ করেছেন কুশল মেন্ডিস।

শেষ পর্যন্ত তিনে নেমে ১১৪ বলে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে থেমেছেন কুশল। দারুণ এই ইনিংস খেলার পথে ১৮টি চার হাঁকিয়েছেন তিনি। অধিনায়ক আসালঙ্কা ৬৮ বলে ৫৮ রান করে আউট হয়েছেন। শেষদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গার ১৪ বলে ১৮ রানে ২৮৫ রানে থামে শ্রীলংকা।

ইনিংসে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১০ ওভারে ৪৮ রানের বিনিময়ে ২ উইকেট নেন তিনি। সমান ওভারে সমান উইকেট শিকার করা তাসকিন আহমেদের খরচা ৫১ রান। একটি করে উইকেট নিয়েছেন তানভির ইসলাম, তানজিম হাসান সাকিব ও শামিম হোসেন পাটোয়ারি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top