আবারও বাড়ল এলপি গ্যাসের দাম

সিপ্লাস ডেস্ক: প্রতি কেজি এলপি গ্যাসের দর ৯৪.৯৬ টাকা হিসেবে ১২ কেজি নতুন দর নির্ধারণ করা হয়েছে ১১৪০ টাকা। গত মাসে ১২ কেজির দর ছিল ৯৯৯ টাকা। অটোগ্যাস লিটার প্রতি ৪৬.৪৯ টাকা থেকে বাড়িয়ে ৫২.১৭ টাকা করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করেন চেয়ারম্যান মো. নূরুল আমিন।

নতুন দর বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।

এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন আমদানি করে বাংলাদেশ। সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো এর দাম নির্ধারণ করে। একে ভিত্তি করে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

শহরে বাসাবাড়িতে যাদের রান্নার গ্যাসের সংযোগ নেই তারা এলপিজি ব্যবহার করেন। এছাড়া গ্রাম পর্যায়েও এখন অনেকেই রান্নার জন্য এলপিজির ওপর নির্ভরশীল।

Scroll to Top