আবারও ক্রিকেটে ফিরছেন তামিম, মুশফিক-মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরেই নেই তামিম ইকবাল। তবে মাস ছয়েক আগেপ্রিমিয়ার লিগের সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চলে যাওয়ার পর তার ক্রিকেটে ফেরা নিয়েই ছিল শঙ্কা। তবে শঙ্কা উড়িয়ে আবারও ক্রিকেটে ফিরছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

আসন্ন এনসিএল টি–টোয়েন্টিতে চট্টগ্রামের হয়ে খেলার আগ্রহের কথা জানিয়েছেন তামিম। বিষয়টি নিয়ে তিনি দল সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলেছেন। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান।

তামিমের সঙ্গে এনসিএল টি–টোয়েন্টিতে খেলবেন দুই অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদও। তামিমের মতো এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ। তবে এখনো টেস্ট খেলছেন মুশফিক।

ময়মনসিংহে জন্ম নেওয়া মাহমুদউল্লাহ কোন দলে খেলবেন সেটি এখনো নিশ্চিত নয়। তবে বগুড়ার ছেলে মুশফিক নিজ বিভাগ রাজশাহীর পরিবর্তে সিলেটের হয়ে খেলার ইচ্ছা নির্বাচকদের জানিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টি। গতবার শুধু সিলেটে হলেও এবার তিনটি ভেন্যুতে হবে টুর্নামেন্টটি। সিলেট ছাড়াও খেলা হবে বগুড়া ও রাজশাহীতে। বগুড়া ও রাজশাহীতে প্রতিদিন একটি করে মোট দুটি ম্যাচ হবে। তবে সেমিফাইনাল ও ফাইনাল হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচগুলো দিবা-রাত্রির করার পরিকল্পনা বিসিবির।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top