ক্রীড়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আগামী ৭ থেকে ১২ অক্টোবর রাইডালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ তারকা—সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
এই টুর্নামেন্টে এর আগে সাকিবের অংশগ্রহণের খবর প্রকাশিত হয়েছিল। এবার একই দলে মাহমুদউল্লাহর উপস্থিতিও নিশ্চিত করেছে আয়োজকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘স্টার পাওয়ার’ হিসেবে অভিহিত করে তারা লিখেছে, ‘স্টারপাওয়ার আনলকড! মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন আটলান্টা ফায়ারের হয়ে।’
আটলান্টা ওপেন একটি ফ্র্যাঞ্চাইজি স্টাইলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে ছয়টি দল। যুক্তরাষ্ট্রে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘরোয়া পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ আসর হিসেবে দেখা হচ্ছে।
সম্প্রতি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মাহমুদউল্লাহ। চলতি বছর চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। এর আগে ২০২১ সালে টেস্ট এবং ২০২৩ সালে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ান এই অভিজ্ঞ অলরাউন্ডার।
মাহমুদউল্লাহর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। ১৪১ ম্যাচে ২,৪৪৪ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪১ উইকেট। দেশের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে তিনি খেলেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও, যার মধ্যে রয়েছে পিএসএল ও সিপিএল।
অন্যদিকে সাকিব আল হাসান বর্তমানে ব্যস্ত রয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। যুক্তরাষ্ট্রের মাইনর লিগে আটলান্টা ফায়ারের হয়েই খেলার কথা রয়েছে তারও। ফলে এই দলে একত্রে দেখা যেতে পারে দুই অভিজ্ঞ বাংলাদেশি ক্রিকেটারকে।
চাটগাঁ নিউজ/জেএইচ