চাটগাঁ নিউজ ডেস্ক: আবারও কক্সবাজার-১ আসনে প্রার্থিতা ফিরে পেতে আওয়ামী লীগের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের করা আবেদন নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে পঞ্চম দিনের মতো মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানিতে এ সিদ্ধান্ত জানায় ইসি।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ দিন গত ৩ ডিসেম্বর সকালে কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ঋণ খেলাপি হওয়ায় সালাহ উদ্দিন আহমেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ওই আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী জাফর আলম ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। বর্তমানে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই দুই প্রার্থী।
প্রার্থিতা বাতিল হওয়া সালাহ উদ্দিন আহমেদ এর আগে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। কিন্তু প্রতিবারই তিনি পরাজিত হন।