আবরার হত্যা: আসামিপক্ষের হয়ে আর লড়বেন না শিশির মনির

চাটগাঁ নিউজ ডেস্ক: বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকজন আসামির পক্ষে হাইকোর্টে আইনি লড়াই করেছেন বিশিষ্ট ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই সোশ্যাল মাধ্যমে মন্তব্য করছেন নেটিজেনরা।

আবরার হত্যা মামলার আসামিদের পক্ষে আইনি লড়াই করায় অনেকে তার সমালোচনা করেছেন। অনেকে ফেসবুক পোস্টে লিখেছেন, শিশির মনির ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ছিলেন।

তিনি জামায়াতে ইসলামীর অন্যতম আইনজীবী। এ ছাড়া সুনামগঞ্জ-২ আসন থেকে জামায়াতে ইসলামী শিশির মনিরকে আগামী সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে। তাই আবরার হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবী হওয়া শিশির মনিরের আদর্শের সঙ্গে যায় না।
এ অবস্থায় আবরার হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবী হিসেবে ভবিষ্যতে আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, হাইকোর্টে শহীদ আবরার ফাহাদের মামলার শুনানি শেষ। রায়ের জন্য অপেক্ষমাণ। বিস্তারিত ব্যাখ্যা দেওয়া সমীচীন হবে না। আমি আপনাদের আবেগ-অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল।

আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে হাইকোর্টের রায় যা-ই হোক, আপিল বিভাগে কারো পক্ষে আমি এই মামলা পরিচালনা করব না ইনশাআল্লাহ। বিষয়টি নিয়ে শহীদ আবরারের পরিবারের সঙ্গেও আমি কথা বলব। আশা করি, সবাই বিষয়টি সৌহার্দ্যপূর্ণ দৃষ্টিতে দেখবেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top