সিপ্লাস ডেস্ক: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি আফগানিস্তানের। এবারের বিশ্বকাপে এই মাঠে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে হয়েছিল রান উৎসব। তাই আফগানরা বড় সংগ্রহের লক্ষ্য নিয়ে শুরু করলেও ৬৩ রানের মধ্যে ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহর উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা।
তবে চতুর্থ উইকেট জুটিতে সেই চাপ সামাল দেন হাশমত উল্লাহ শাহিদী ও আজমাত উল্লাহ ওমারজাই।
দুজনে গড়েন ১২১ রানের জুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩৬ ওভারে ১৯৪ রান।
৬৯ বলে ৬২ রান করে হার্দিক পান্ডিয়ার বলে ফিরেছেন ওমারজাই। তবে ৫৬ রানে ব্যাট করছেন শাহিদী।
তাঁর সঙ্গে আছেন মোহাম্মদ নবী। এর আগে ২১ রান করা গুরবাজকে ফেরান পান্ডিয়া। বুমরাহর বলে ২২ রান করে ফেরেন ইব্রাহিম জাদরান। আর ১৬ রান করা রহমত শাহকে ফেরান শার্দুল ঠাকুর।