আফগানিস্তানে বিমান হামলা চালালো পাকিস্তান

চাটগাঁ নিউজ ডেস্কঃ আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব পাকতিকা ও খোস্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় শিশুসহ ৮ জনের প্রানহানির খবর পাওয়া গেছে।

সোমবার (১৮ মার্চ) ভোরে এই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

এক বিবৃতিতে জাবিহুল্লাহ এ হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের সামিল বলে মন্তব্য করেছেন। ওই বিবৃতিতে তিনি বলেছেন, স্থানীয় সময় ভোর ৩টায় পাকিস্তানের সীমান্তবর্তী খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান থেকে বেসামরিক বাড়ি-ঘরে বোমাবর্ষণ করা হয়েছে।

মুজাহিদ জোর দিয়েছিলেন যে আফগানিস্তান কাউকে তার ভূখণ্ডে আক্রমণের অনুমতি দেবে না। দুই প্রতিবেশী মুসলিম দেশের সম্পর্ক নষ্ট বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া এ ধরনের ঘটনার খুব খারাপ পরিণতি হবে বলে ইসলামাবাদকে সতর্ক করেছেন আফগানিস্তানের ওই মুখপাত্র।

২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদের দাবি, তারা সশস্ত্র গোষ্ঠীগুলোর মোকাবেলায় তৎপরতা চালিয়েছে। তবে এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসলামাবাদ।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top