আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি, মামলার আসামির অস্ত্রসহ ভিডিও ভাইরাল

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ মামলার আসামি মো. শিবলু (২৮) অস্ত্র ও বুলেট হাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারইলা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কয়েকটি ছবি ও ২২ সেকেন্ডের একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে।

ভিডিওতে দেখা যায়, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকার বাসিন্দা মো. শিবলু নিজে এক হাতে মোবাইলে ভিডিও করছে এবং অপর হাতে কিছু বুলেট, অস্ত্র নাড়াচাড়া করছে। ধারণা করা হচ্ছে, ওই অস্ত্র ও বুলেট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র।

শিবলু (২৮) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকার নাসির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে। থানা পুলিশ বলছে, শিবলুকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, গত বছরের ১৬ জুলাই দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় পাঁচলাইশ মডেল থানাধীন ষোলশহর ২ নং গেইটস্থ চিটাগাং শপিং কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও অস্ত্র নিয়ে হামলা করে। এতে অনেক নিরীহ মানুষ ও শিক্ষার্থীরা আহতের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে প্রধান আসামি করে ৯৫ জনের নাম উল্লেখসহ ছাত্রদল নেতা জিয়াইল হক জোনাইদ (৩৩) একটি মামলা দায়ের করেন পাঁচলাইশ থানায়। সে মামলায় ৬৯ নম্বর এজাহারভূক্ত আসামিও শিবলু।

এদিকে, শিবলুর ভিডিওটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ মামলার একজন হত্যা মামলার আসামি কিভাবে প্রকাশ্যে ঘুরছে এবং অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এলাকায়।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ভিডিও ও ছবিগুলো পুলিশের হাতে আসার পর অস্ত্র উদ্ধার ও তাকে গ্রেপ্তার করতে ইতিমধ্যে কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযান অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ

Scroll to Top