আন্দোলনে আহত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও চিকিৎসা দিচ্ছে চার সংগঠন

চাটগাঁ নিউজ ডেস্ক:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ১০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে চারটি সংগঠন। শিক্ষাবৃত্তি প্রদানকারী সংগঠনগুলো হল-সন্তান ও অভিভাবক ফোরাম (এসওএফ), বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) এবং কোয়ালিটি লাইফ ফাউন্ডেশন (কিউএলএফ)। অন্যদিকে আহতদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে বিপিএ।

শুক্রবার ১৭ জানুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা

আয়োজকরা জানান, বৈষম্যবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অনেকেই হাত-পা হারিয়ে পঙ্গুত্বের শিকার হয়েছেন। কেউ চোখ হারিয়েছেন। একদিকে যেমন সীমিত জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন, অন্যদিকে তাদের শিক্ষা কিংবা কর্মজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের কথা চিন্তা করে যৌথভাবে ১০০ জনের মাঝে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত হয়। প্রাথমিক পর্যায়ে ৩০ জনকে শিক্ষাজীবন শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে ৫ হাজার টাকা এবং পরবর্তীতে বাকি ৭০ জনকে এ সহায়তা দেওয়া হবে।

জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিপিএর সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, ট্রাস্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (অপারেশন) তহমিনা আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহনা আক্তার, এসওএফের অন্যতম সমন্বয়ক ডা. দলিদুর রহমান ও ডা. ইশরাত জাহান প্রমুখ।

চাটগাঁ নিউজ/ইউডি

Scroll to Top