আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাচ্ছে বাংলাদেশের ‘লোক’

বিনোদন ডেস্ক: বন্ধু-বান্ধবকে নিয়ে দশটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছিলেন মাহমুদা সুলতানা রীমা। সেই কাজের ভেতর একটি ‘লোক’। যা নির্মাণ হয় বন্ধুদের নিয়ে গড়ে তোলা ‘ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্স’র ব্যানারে। এবার সেই ‘লোক’ যাচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতায়। যুক্তরাষ্ট্রের ফ্যান্টাসটিক ফিল্ম ফ্যাস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগ ‘ফ্যান্টাসটিক শর্টস’-এ লড়বে এটি।

নির্মাতা মাহমুদা সুলতানা রীমা বলেন, ‘লোক আসলে এক ধরনের রূপক গল্প। ভৌতিক আর লোককথার মিশ্রণ। আমরা চেষ্টা করেছি বাস্তবতা আর কল্পনার মাঝামাঝি এক জগৎ তৈরি করতে, যেখানে দর্শক নিজেকে প্রশ্ন করবে। টিমের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ।’

অভিনেত্রী তানজিনা রহমান তাসনিম বলেন, ‘লোক আমার জীবনের বিশেষ একটি কাজ। চরিত্রটি আমাকে ভেবে দেওয়ার জন্য পরিচালকের কাছে আমি কৃতজ্ঞ। তখন ভাবিনি দেশের বাইরে এই কাজ এমন সমাদর পাবে। এটা পুরো টিমের জন্য আনন্দ আর গর্বের।’

‘লোক’-এ আরও অভিনয় করেছেন জাহিদুল হক অপু, রিজভী রিজু, লিমন, শেহরিন খান, আল-আমিন হাসান নির্ঝর, আদেল ইমাম অনুপ, ইবনে নূর রাকিব, সাইফুর রাতুল, অনিক, সৈকতসহ অনেকে।

সাভারে ধারণ করা এই স্বল্পদৈর্ঘ্যের নির্বাহী প্রযোজক ও সম্পাদক কনক খন্দকার। ক্যামেরায় ছিলেন রাফি উদ্দিন। সংগীত করেছেন অভিষেক ভট্টাচার্য। পোশাকে নাবিলা ইলিয়াছ তারিন এবং শিল্প নির্দেশনায় ছিলেন সাদিয়া সিরাজ সাবা ও কানিজ ফাতেমা লাবণ্য।

বলা দরকার, ২০০৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে প্রতি বছর বসছে ফ্যান্টাস্টিক উৎসব। মূলত ভৌতিক, কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি, অ্যাকশন ও কাল্ট ধারার সিনেমার জন্য এটি বিশ্বের সবচেয়ে বড় আয়োজন হিসেবে পরিচিত। এবারের ২০তম আসর বসছে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top