আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের ২০ বছর

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে আজ ২০ বছর পূর্ণ করলেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে সে কথা জানান তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুকে মুশফিক লেখেনÑ ‘আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর।’

২০০৫ সালের ২৬ মে লর্ডসে মাত্র ১৮ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় মুশফিকের। এর পর ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও অভিষেক হয় মুশির।

গত ২০ বছরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং অর্ডারের ভরসার নাম ছিলেন তিনি। বাংলাদেশের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে ১৫ হাজারেরও বেশি রান করেছেন মুশফিক। ৯৬ টেস্টে ৬০৫৫ রান, ২৭৪ ওয়ানডেতে ৭৭৯৫ রান ও ১০২ টি-টোয়েন্টিতে ১৫০০ রান করেছেন তিনি। ইতোমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিক।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top