আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় শোভাযাত্রা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সিমস্ প্রকল্প—প্রত্যাশী সহযোগীতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার (১৮ ডিসেম্বর) সকালে এই কর্মসূচি পালিত হয়।

শোভাযাত্রা শেষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী অফিসার মো. রায়হান মেহেবুব। প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।

সিমস্ প্রকল্প—প্রত্যাশীর উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন ব্যাংকের ম্যানেজার কামাল উদ্দিন, কারিতাসের মাইক্রো ক্রেডিট  এরিয়া ম্যানেজার বিজয় দে, আহসানুল্লাহ শিক্ষা প্রকল্পের রাঙ্গুনিয়া উপজেলা ম্যানেজার সানি বড়ুয়া, কোদাল ইউনিয়ন মাইগ্রেশন ফোরামের তথ্য প্রচারক সম্পাদক তৌহিদুল ইসলাম, পোমরা ইউনিয়নের প্রবাসী পরিবারের সদস্য সাজ্জাদ হোসেন ও সরফভাটার জেসমিন আক্তার, সোশ্যাল মোবিলাইজার  সাহেদুল ইসলাম, ইসরাত জাহান, কনক দাশ, জান্নাতুল ফেরদৌস ও ইমরান হোসন প্রমুখ।

সভায় রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন অধিদপ্তর অফিসারগণ, জিএমসি সদস্য, মাইগ্রেশন ফোরাম সদস্য, প্রবাসী পরিবার সদস্যগণ ও এলাকার সম্মানিত ব্যক্তিগণ অংশগ্রহণ করেন।

Scroll to Top