আনোয়ারা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে আনোয়ারা সরকারি কলেজে বাণী অর্চনার মধ্য দিয়ে বিদ্যাদেবী সরস্বতী পূজা উদযাপন হয়েছে। শুরুতে কলেজ প্রাঙ্গণে প্রতিমা স্থাপন, পূজা আরম্ভ, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলী প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয়।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকালে আনোয়ারা সরকারি কলেজ প্রাঙ্গণে কলেজের আয়োজনে পূজা ও বাণী অর্চনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় কলেজের প্রভাষক বাবু দিলীপ কুমার সরকারের সভাপতিত্বে ও বাবু সুজন আচার্যের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ রিদওয়ানুল হক, মুসলেহ উদ্দিন সিরাজী, নীলিমা রানি মহাজন, বাবু প্রশান্ত কুমার চৌধুরী, সিদুল কান্তি বড়ুয়া, টুম্পা পাল, বাবু অয়ন বড়ুয়া, সিমা রানী দাশসহ সনাতন ধর্মের অনুসারী ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
সরস্বতী পূজা ও বাণী অর্চনা অনুষ্ঠানকে ঘিরে কলেজ প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা আনন্দ উৎসবে মেতে উঠে।
চাটগাঁ নিউজ/এমআর