আনোয়ারা পাবলিক স্কুলের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাটগাঁ নিউজ ডেস্ক : আনোয়ারা উপজেলার আনোয়ারা পাবলিক স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী, প্রধান বক্তা ছিলেন বাকলিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ আরফাতুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক ও চাটগাঁ নিউজের (সিপ্লাসটিভি) বার্তা সম্পাদক সরোজ আহমেদ।

সভায় বক্তারা বলেন, কোমলমতি শিশুদের ভীতি প্রদর্শন নয়, আদর স্নেহের মাধ্যমে তাদের মন জয় করে পাঠদান করতে হবে। শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবককে সমান দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। স্কুলের পরিবেশ ও মানসম্পন্ন পাঠদান নিশ্চিত করতে সকলের সম্মিলিত সহযোগিতার বিকল্প নেই।

স্কুলের পরিচালক মুহাম্মদ মাসউদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক আবু বকর ছিদ্দিক, সাইফুদ্দিন বাবুল, সুমন শাহ, প্রধান শিক্ষিকা শাহীন আক্তার, শারমিন আকতার, তাসলিমা আকতার, মুন্নী দত্ত, রিচি আকতার, কাজী নুরুল আফছার প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বেশ উপভোগ্য।

চাটগাঁ নিউজ/এসএ

 

Scroll to Top