আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে সড়কের পাশে জমে থাকা ময়লার স্তূপ এখন নিয়মিত বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাজারের প্রতিদিনকার বর্জ্য যত্রতত্র ফেলার কারণে সৃষ্টি হয়েছে দুর্গন্ধ আর নোংরা পরিবেশ।
বাজারের দুই পাশজুড়ে এবং দক্ষিণ পাশের ছয় লেনের সড়কে দেখা গেছে, ময়লার স্তূপ জমে রয়েছে। বিশেষ করে বৃষ্টির পর এসব বর্জ্য ভিজে গিয়ে ছড়িয়ে পড়ায় হাঁটাচলা করাও কষ্টকর হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা বলছেন, বাজারে কোনো নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় দোকানিরা দিনের শেষে সড়কের পাশে ময়লা ফেলে রেখে যান। এতে করে পুরো বাজারজুড়ে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ, যা জনদুর্ভোগের পাশাপাশি জনস্বাস্থ্যকেও হুমকির মুখে ফেলছে।
বাজারে আসা চাকরিজীবী মাহবুবুর রহমান বলেন, প্রতিদিন অফিসে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যেতে হয়। রাস্তার পাশের ময়লা থেকে এমন দুর্গন্ধ ওঠে যে চোখে-মুখে কাপড় চেপে চলতে হয়।
বাজারের নিয়মিত ক্রেতা লুবনা পারভীন বলেন, বাজারে ঢুকতেই এমন দুর্গন্ধ লাগে যে মাথা ধরে যায়। সবজি ও মাছ কেনা তো দূরের কথা, দাঁড়িয়ে থাকাও কষ্টকর।
ভ্রাম্যমাণ ব্যবসায়ী নাছির উদ্দিন বলেন, আমরা দোকান গুটিয়ে গেলে ময়লা ফেলার মতো কোনো ব্যবস্থা নাই। বাধ্য হয়ে পাশেই রেখে দিই। নির্দিষ্ট জায়গা থাকলে আমরা নিশ্চয়ই সেখানে ফেলতাম।
চাতরী চৌমুহনী বাজার মালিক সমিতির উপদেষ্টা নুরুল হুদা বলেন, বাজারের পরিবেশ ঠিক রাখতে আমরা চেষ্টা করি। তবে বাইরে থেকে আসা অনেকেই নিয়ম মানে না। এটা রোধে কঠোর ব্যবস্থা দরকার।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে, কিছুদিন আগেই নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে রাস্তার পাশে ময়লা ফেলা নিষিদ্ধ ঘোষণা করেন। তা সত্ত্বেও নিয়মিতই বর্জ্য ফেলা হচ্ছে খোলা জায়গায়।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, আমরা ইজারাদারদের বলেছি খাস জমি নির্ধারণ করে জানাতে, যাতে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলানো যায়। কিন্তু এখনও কোনো সুস্পষ্ট তথ্য পাইনি। তারা জানালেই দ্রুত ডাস্টবিন স্থাপন করা হবে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন