আনোয়ারা প্রতিনিধি : ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের নিয়ে আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থা গঠনের অভিযোগে সদ্য গঠিত অ্যাডহক কমিটি স্থগিত চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন মুফাচ্ছেল হোসেন জুয়েল নামের এক শিক্ষার্থী। তবে জুয়েলও ওই কমিটিতে ছাত্র প্রতিনিধি পদের প্রার্থী ছিলেন।
বৃহস্পতিবার (৯) জানুয়ারি দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে তিনি এ আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক ঘোষিত ওই কমিটিতে যাকে ছাত্র প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে তার কোন ছাত্রত্ব নেই। এছাড়া কমিটিতে থাকা ৩ নং সদস্য আমিন ফারুক বিগত ফ্যাসিস্ট সরকারের ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টের দায়িত্বশীল একজন ব্যক্তি। ৬নং ক্রীড়া সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি হিসেবে যাকে মনোনীত করেছেন তিনি একজন তালিকাভুক্ত রাজাকারের পুত্র। এসব কিছুর পরও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের রেখে কমিটি ঘোষণা করায় এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়।
তাই ওই কমিটি স্থগিত করতে আবেদন করেন শিক্ষার্থী মুফাচ্ছেল হোসেন জুয়েল।
অভিযোগকারী মুফাচ্ছেল হোসেন জুয়েল বলেন, ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটি গঠনের সময় সঠিক যাচাই বাছাই করা হয়নি। স্বজনপ্রীতি করে কমিটিতে সদস্য করা হয়েছে। কমিটিতে আসা অনেকে বিগত ফ্যাসিস্ট আওয়ামী দোসর। তাদেরকে কেমনে সদস্য করা হয়। তার জন্য তীব্র প্রতিবাদ জানায়। অতি দ্রুত কমিটি স্থগিত করার দাবি জানায়।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
তবে কমিটির ক্রীড়া সম্পৃক্ত ছাত্র প্রতিনিধি বিরুদ্ধে আনীত অভিযোগ বিষয়ে জানতে চাইলে মো. শাহেদুল আলম বলেন, আমার বিরুদ্ধে ছাত্রত্ব না থাকার যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। আমি ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ এন্ড টেকনোলজিতে বিএসসি পড়ছি। এছাড়া জুলাই বিপ্লবে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম। আমার যোগ্যতা অনুযায়ী এ সদস্য পদ পেয়েছি।
চাটগাঁ নিউজ/রেজাউল/ইউডি