চাটগাঁ নিউজ ডেস্ক : আনোয়ারা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) উপজেলা সদরে এ মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি সরোজ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান ভুঁইয়া, বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবু সুফিয়ান।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান ভুঁইয়া বলেন, বেসরকারি প্রাথমিক শিক্ষা কার্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুষ্ঠু ব্যবস্থাপনার আলোকে পরিচালনা করার লক্ষ্যে সরকার বেশকিছু নীতিমালা প্রণয়ন করেছে। যা বাস্তবায়নে ব্যতয় হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্থ হবে। সুতরাং সরকার ঘোষিত সময়ের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানকে নীতিমালা মেনে যথাযথ করণীয় সম্পন্ন করতে হবে।
তিনি বলেন, এক্ষেত্রে আনোয়ারা কিন্ডার গার্টেন এসোসিয়েশন অগ্রণী ভূমিকা পালন করতে পারে। আমরা চাই আনোয়ারা উপজেলার সব কিন্ডার গার্টেন স্কুল এসোসিশেনের পতাকাতলে এসে সম্মিলিতভাবে শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেবে।
এ সময় সংগঠনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করেন এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি ডি আই এম জাহাঙ্গীর আলম।
এতে আরও উপস্থিত ছিলেন, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হক, কিন্ডার গার্টেন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ রিদওয়ানুল হক, সাবেক সাধারণ সম্পাদক মিয়া এম এ করিম, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক মো. মোকতার হোসেন, ক্রিড়া সম্পাদক কবির আহমদ, মো. নাছিম, শাহেদুল ইসলাম, আহমদ নবী, জেরিন সুলতানা প্রমুখ।
চাটগাঁ নিউজ/এসএ