আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীতে শিয়ালের কামড়ে শিশুসহ চারজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আনোয়ারার গুয়াপঞ্চক ও কর্ণফুলীর বড় উঠানের পৃথক এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো- গুয়াপঞ্চকের আমুরপাড়ার মাহবুব আলী (৩৭), কর্ণফুলীর বড়উঠানের মোছাম্মৎ ফাতেমা আকতার (৪), একই এলাকার মোহাম্মদ কাইয়ুম (২২)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।
আহত মাহবুব আলী (৩৭) বলেন, সন্ধ্যায় বাড়িতে ঢুকার সময় অন্ধকারের মধ্যে একটি শিয়াল আমার ডান পায়ে কামড় দেয়। পরে কাফকো হাউজিং কলোনি হাসপাতালে টিকা নিয়ে আসলাম। দুপুরের দিকে আমার এলাকার একটি গরুকেও কামড়ে দিয়েছে শিয়াল।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আহমেদ নাঈম বলেন, শিয়ালের কামড়ে বড়উঠানের এক শিশু হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা আমাদের জানান আনোয়ারা ও কর্ণফুলীর পৃথক স্থানে শিয়ালের কামড়ের শিকার হয়েছেন আরও তিনজন। তারা বিভিন্নস্থানে চিকিৎসা নিচ্ছেন।
শিয়ালের কামড়ে জলাতঙ্ক নামক মারাত্মক রোগ হতে পারে, যা একটি ভাইরাসজনিত রোগ। সংক্রামিত প্রাণীর লালা থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসটি মস্তিষ্কে আক্রমণ করে এবং আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে। তাই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার অনুরোধও করেন এই চিকিৎসক।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ