আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম প্রকাশ বদনীকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার দিকে কর্ণফুলী থানাধীন বৈরাগ ইউনিয়নের বন্দর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মরিয়ম বেগম প্রকাশ বদনী আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর জামান জানান, থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজনৈতিক জীবনে তিনি ২০১১ সালে বৈরাগ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো একই পদে নির্বাচিত হন।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top