আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজার হওয়ায় এটি সবার কাছে জনপ্রিয় বাজার। এখানে আগত ভোক্তাদের বিভিন্ন অভিযোগ পেয়ে অভিযান চালায় প্রশাসন। অভিযানকালে দেখা যায় গরুর মাংসের দোকানে প্রতি কেজি মাংসে ওজন কম দেওয়া হয়। এছাড়া মুদির দোকানে নেই মূল্য তালিকা ও বাজার সড়কে নির্ধারিত জায়গায় বাস না দাঁড়িয়ে সড়কের উপরে বাস রেখেছে চালকরা। এর অপরাধে জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ও সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় ৭টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্ট চলমান থাকবে বলেও জানান তিনি।
চাটগাঁ নিউজ/এমকেএন