আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কর্ণফুলী টানেলের পর থেকে আনোয়ারার একাংশ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে যুক্ত করার চেষ্টা করছি। টানেল থেকে সুফল পেতে ও চট্টগ্রাম সিটিকে সম্প্রসারণ করতে কিছু অংশ সিটি করপোরেশনের সাথে যুক্ত করতে হবে। তা না হলে টানেল থেকে যেভাবে লোকসান গুনতে হচ্ছে তা চট্টগ্রামের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে উঠবে।
শুক্রবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১২টায় আনোয়ারা উপজেলার বোয়ালিয়া ইসলামিয়া বড় মাদ্রাসার বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র শাহাদাত বলেন, আনোয়ারা বিএনপির ঘাঁটি। চাইলে গত ১৬ বছরে এই এলাকায় অনেক উন্নয়ন করা যেত। কিন্তু এই এলাকায় বৈষম্য হয়েছে, যার কারণে এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে এখানে যে উন্নয়ন হয়নি সেখানে উন্নয়ন হবে। তাই আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।
এসময় প্রধান বক্তার বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সব অপশক্তিকে বিতাড়িত করবে আনোয়ারা জাতীয়তাবাদী বিএনপির নেতাকর্মীরা। তাই ঐক্যমতের মাধ্যমে বিএনপিকে জয়যুক্ত করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে।
অনুষ্ঠানে বোয়ালিয়া ইসলামিয়া বড় মাদ্রাসা প্রধান পরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কুরাইশির সভাপতিত্বে ও বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মনজুর উদ্দিন চৌধুরী, বরুমচড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, ভিপি মোজাম্মেল, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরী, শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, সাইফুল ইসলাম, শাহ্ওয়াজ জামাল নিজাম সনি, আব্দুল গফুর, নুর আলী, যুবদলের সদস্য সচিব ফারুক হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন/এসএ