আনোয়ারার ইউএনও-এসি ল্যান্ডকে ফুলেল শুভেচ্ছা

শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি

চাটগাঁ নিউজ ডেস্ক : আনোয়ারা উপজেলা নবাগত ইউএনও তাহমিনা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মুহাম্মদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি।

রবিবার (১ ডিসেম্বর) একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক-মহসিন পারভেজের নেতৃত্বে নবাগত দুই কর্মকর্তাকে শুভেচ্ছা জানানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রশিক্ষক-নুরুল আজিম, সহকারি মহিলা প্রশিক্ষক-রাদিয়া বিনতে ফোরকান,
মিফতাহুল জান্নাহ, ওয়াকিয়া, রামিসা, শ্রাবন্তী বড়ুয়া, তন্নী দত্ত, রাহনুমা, উম্মে ইয়ানিয়া, ওয়াসিফ, আসাদুল্লাহ, শ্রাবণ বড়ুয়া, তন্ময় দত্ত।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top