আনোয়ারায় ৫৫ লাখ টাকার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে ৫৫ লাখ টাকার ইয়াবাসহ দুই নারী মাদককারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১২ ডিসেম্বর) উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ব্রিজ এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন— কক্সবাজার জেলার সদর উপজেলার টেকনাইফফা পাহাড়া এলাকার মো. কাশেমের কন্যা ছবুরা খাতুন (৪৮) এবং একই জেলার সদর উপজেলার বৈদ্যঘোনা এলাকার মো. ওমর ফারুকের স্ত্রী রহিমা বেগম (২৮)।

র‌্যাব জানায়, পেকুয়া এলাকা থেকে চট্টগ্রামের দিকে আসা একটি সিএনজিতে বিপুল পরিমাণ ইয়াবা নেওয়া হচ্ছিল, গোপনে এমন সংবাদের ভিত্তিতে বেলা ১১টা ২০ মিনিটের দিকে আনোয়ারা থানার তৈলারদ্বীপ ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্টে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা পৌঁছালে দুই নারী র‌্যাবের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাব তাদের আটক করে এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৭ হাজার ছয়শো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top