আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনদের উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
এসময় অন্যান্যদের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, কৃষি কর্মকর্তা শামীম হায়দার, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আনোয়ারা উপজেলার সভাপতি মোহাম্মদ ইউনুচ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা হালদা নদীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের নানানদিক নিয়ে আলোচনা করেন, এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন