আনোয়ারায় স্কুল থেকে ফেরার পথে শিক্ষার্থীদের ওপর হামলা

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরীক্ষা শেষে স্কুল থেকে ফেরার পথে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় আহত এক শিক্ষার্থীর পিতা মোঃ আবুল বশর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১টার দিকে দক্ষিণ বন্দরস্থ কান্তির হাট এলাকার টানেলের উপরে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযুক্তরা হলেন— মোহাম্মদ মোস্তাক (৩৮), মোহাম্মদ ইউসুফ আলী (২৫), মোহাম্মদ শাকিল (২২), মোহাম্মাদ হাসান (২০), মোহাম্মদ মামুন (২৬) ও অজ্ঞাত ২৫/২৬ জন। তারা সকলে বৈরাগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নেওয়াজ তালুকদার বাড়ীর বাসিন্দা।

অভিযোগে শিক্ষার্থীর পিতা মোঃ আবুল বশর জানান, আমার ছেলে মোহাম্মদ সেলিম (১৪) ও তার সহপাঠী মোহাম্মদ সানি (১৪) দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। তাদের সাথে অভিযুক্তদের ফুটবল খেলা নিয়ে ঝামেলা হয়। এরই জের ধরে আজ স্কুল থেকে ফেরার পথে দেশিয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এসময় ইলেকট্রনিক শট দিয়ে জখম করা হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন— এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top