আনোয়ারায় সুন্নী জনতার সম্প্রীতি সমাবেশ

আনোয়ারা প্রতিনিধি : মাজার-মসজিদ ও বিভিন্ন উপসনালয়ে হামলা, জুলাই অভ্যুত্থানে হত্যাকান্ডের তদন্তসহ শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামের আনোয়ারায় সম্প্রীতি সমাবেশ ও র‌্যালী হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত লিয়াজোঁ কমিটির আয়োজনে উপজেলার কালাবিবি দীঘির মোড়ে সমাবেশ শেষে একটি বণ্যাঢ্য র‌্যালি টানেল সংযোগ সড়ক প্রদক্ষিণ করে চাতরী চৌমহনী বাজারে গিয়ে শেষ হয়।

এতে সৈয়দ মোহাম্মদ মাহমুদুল হক নঈমীর সভাপতিত্বে সমাবেশ প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাওলানা মুসলীম উদ্দিন ও মাওলানা মফিজ উল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী মাওলানা শাকের আহমদ চৌধুরী।

এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন ছিদ্দিকী, অধ্যক্ষ আবদুল খালেক শওকী, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, অধ্যক্ষ আল্লামা মহিউদ্দীন হাশেমী, অধ্যক্ষ আল্লামা আমির আহমদ আনোয়ারী, অধ্যক্ষ আল্লামা কাজী আবদুল হান্নান, স ম হামেদ হোছাইন, এস এম শাহজাহান, আল্লামা আশেকুর রহমান, আল্লামা এনাম রেজা, মাওলানা ওসমান গনি, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আহমদ নুর।

সমাবেশ পরবর্তী র‌্যালী কালা বিবির দিঘী, চৌমুহনী, শশী কমিউনিটি সেন্টার প্রদক্ষিণ করে চাতরী চৌমুহনী ওয়ান মারিয়া সিটি সেন্টার সম্মুখে আল্লামা সেলিম উদ্দিন আনোয়ারীর সভাপতিত্বে জমায়ত অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স ম শওকত আজিজ, মাস্টার আবুল হোসাইন, শাহজাদা আবদুল কাদের চাঁদ মিয়া, এম মুজিবুর রহমান, এম নাজিম উদ্দীন ও মাওলানা মুফিজুল ইসলাম।

আহলে সুন্নাত ওয়াল জামাআত নেতৃবৃন্দ বলেন, ‘ছাত্র-জনতার সফল আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তীতে চিহ্নিত একটি ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এরা দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, মসজিদ- মাদরাসা দখল, মাজার ভাংচুর, সম্মানিত শিক্ষক-শিক্ষিকাদের অন্যায়ভাবে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা, লুটতরাজসহ নানামাত্রিক গর্হিত কাজ চালিয়ে যাচ্ছে অবলীলায়। এমন অবাঞ্ছিত ঘটনায় সরকারের নির্লিপ্ততা সত্যিই দুঃখজনক। অবিলম্বে এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শান্তি প্রদানের জন্য জোর দাবি জানান তারা।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ

Scroll to Top