আনোয়ারায় সিএনজি চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি:  আনোয়ারা থানা পুলিশের অভিযানে সিএনজি অটোরিকশা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩) জানুয়ারী ভোররাতে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন রাউজান উপজেলার উরকিরচর এলাকার সোনা মিয়া সওদাগর বাড়ীর মৃত মোহাম্মদ সিদ্দিকের ছেলে মোঃ আবুল কাশেম (৩২), একই ইউনিয়নের হারপাড়া এলাকার সৈয়দ আলীর বাড়ীর মোহাম্মদ শফির ছেলে মোহাম্মদ করিম (৩৪), ভোলা জেলার লাল মোহন থানার ৪নং চরবুতা ইউনিয়নের ইদ্রিস চৌকিদার বাড়ীর মো. ইদ্রীসের ছেলে মোহাম্মদ আব্বাস (৩০) ও আনোয়ারা উপজেলার চাতরী এলাকার ছগির আহম্মদের বাড়ীর মো. জসিমের ছেলে মোহাম্মদ জিসান (১৯)।

আনোয়ারা থানা সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারী উপজেলার চাতরী চৌমহনী বাজার থেকে একটি সিএনজি অটোরিশা চুরি হলে ভুক্তভোগী মো. রিপন (২২) আনোয়ারা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ গোপন সূত্রে রাউজান উপজেলায় অভিযান চালিয়ে আবুল কাশেমকে গ্রেপ্তার করে। পরে তার তথ্যমতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকী তিনজনকে গ্রেপ্তার করে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, কিছুদিন ধরে আনোয়ারায় সিএনজি অটোরিকশা চুরির ঘটনা বেড়ে গেলে পুলিশ অভিযান শুরু করে। এসময় আবুল কাশেমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে বাকীদের ব্যাপারে তথ্য জানায়। তারা বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে একে অপরের সাথে যোগাযোগ করে দেশের বিভিন্ন জেলায় পাচার করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এসব কিছুর জন্য তাদের একটি গ্রুপ রয়েছে বলেও জানায়। তাদের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়। বাকীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top