আনোয়ারায় সিইউএফএল বাজারে আগুন, পুড়ল দুই দোকান

আনোয়ারা প্রতিনিধি :চট্টগ্রাম আনোয়ারা উপজেলার সিইউএফএল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

শুক্রবার (২ মে) ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিইউএফএল ফায়ার সার্ভিস ও আনোয়ারা ফায়ার সার্ভিসের দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদাররা হলেন— আনোয়ারা উপজেলার গোবাদিয়া এলাকার সবুর ও ইলিয়াছ। আগুনে তাদের দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার (এসও) মো. ইউসুফ বলেন, খবর পেয়ে সিইউএফএল ফায়ার সার্ভিস ও আনোয়ারা ফায়ার স্টেশনের টিম ঘটনাস্থলে গিয়ে মাত্র ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ও নয় লক্ষ টাকা মালামাল উদ্ধার করা হয়েছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top