আনোয়ারা প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার এবং সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পেশাদার সাংবাদিকরা।
সোমবার (১১ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কালবেলা আনোয়ারা উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যায়যায়দিন প্রতিনিধি এম আনোয়ারুল হক, আজাদী প্রতিনিধি এম নুরুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি এম মোরশেদ হোসেন, দেশ রুপান্তর প্রতিনিধি জাহেদুল হক, পূর্বকোণ প্রতিনিধি হুমায়ুন কবির শাহ সুমন, সময়ের আলো প্রতিনিধি এনামুল হক নাবিদ, সিপ্লাসটিভির প্রতিনিধি রেজাউল করিম সাজ্জাদ, আজকের পত্রিকা প্রতিনিধি ইমরান হোসেন, বিজয় টিভি প্রতিনিধি হিজবুল্লাহ সোহেল, দিনকাল প্রতিনিধি ফরহাদুল ইসলাম, ইত্তেফাক প্রতিনিধি জাহিদ হাসান, সমকাল প্রতিনিধি নেজাম উদ্দিন, সমাচার স্টাফ রির্পোটার আনোয়ারুল আজিম, আমাদের সময় প্রতিনিধি ইকবাল বাহার, মানব জমিন প্রতিনিধি রিয়াদ হোসেন, জনকণ্ঠ প্রতিনিধি জামশেদুল আলম, নয়াদিগন্ত প্রতিনিধি নুরুল কবির, নয়া বাংলা প্রতিনিধি আক্কাস উদ্দিন, সংবাদের প্রতিনিধি কাঞ্চন সুশীল, সকালের সময় প্রতিনিধি মহি উদ্দিন মঞ্জুর, ইনকিলাব প্রতিনিধি জাবেদুল ইসলাম, জনবাণী প্রতিনিধি শেখ আবদুল্লাহ, দৈনিক বাংলা প্রতিনিধি রহিম সৈকত ও আমার বার্তা প্রতিনিধি সাইদুর রহমান রণি।
বক্তারা অনতিবিলম্বে দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি তুহিন, সাগর-রুনিসহ বিগত দিনে সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের বিচারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকরা জাতির মুখপাত্র। কোন দূর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে সাংবাদ প্রকাশ হলেই সাংবাদিকদের উপর নির্যাতন-হত্যা শুরু করে। দেশের প্রচলিত আইনে সাংবাদিকদের সুরক্ষার বা নিরাপত্তার আইন হয়নি। বরং প্রতিটি সরকার সাংবাদিকদের মুখ বন্ধ করার মতো কালো আইন করে গেছেন। আমরা আজকের মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন