চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত মো. জালাল উদ্দীন শাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জালাল উদ্দীন উপজেলার দুধকুমড়া গ্রামের শেখ মোহাম্মদ শাহর ছেলে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার বারশত ইউনিয়নের পারকি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার জালাল র্যাব ও পুলিশের তালিকাভুক্ত একজন মাদক গডফাদার। তার বিরুদ্ধে ইয়াবা পাচার, বিদেশি মদ সরবরাহ এবং কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাধিক মামলা রয়েছে। দুর্নীতি দমন কমিশনও (দুদক) তার বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার ২০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জালাল দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরের উপকূলীয় পথ ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবা ও বিদেশি মদ এনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিলেন। মাদকের এই বিশাল চক্র পরিচালনা করে তিনি বিপুল সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তালিকাভুক্ত মাদক কারবারি ও যুবলীগ নেতা মো. জালাল শাহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আনোয়ারা থানা, দুদকসহ চট্টগ্রামের একাধিক থানায় মামলা রয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন