চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ‘শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির দুই যুগপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে দিনভর উপজেলা পার্কে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন, বিকেলে ডিসপ্লে প্রদর্শনী, আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ও নাট্যজন সরোজ আহমেদের সভাপতিত্বে সুশান্ত কুমার শীলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মহসিন পারভেজ।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক কে এম সরোয়ার হোছাইন, আবুল মনসুর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জোবাইরুল আলম মানিক, আজহার আহমেদ রেজা, আলমগীর চৌধুরী, নাছির উদ্দিন, মাহমুদুল হক, সাংবাদিক নুরুল ইসলাম ও এম মোজাম্মেল হক।
সভাপতির বক্তব্যে সরোজ আহমেদ বলেন, দিন দিন সমাজে নানা অবক্ষয় দেখা দিচ্ছে। কিশোরী ও নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছে। ছেলেরাও সন্ত্রাসীদের আক্রমণের শিকার হচ্ছে। এ ছাড়া কোনো মানুষ বিপদে পড়লে উপস্থিত লোকজন সাহস করে এগোতে চায় না। সে জন্য ৬ থেকে ৬০ বছর বয়সী সবার কারাতে শেখা উচিত। এ ছাড়া শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে এটা ভালো ভূমিকা রাখে।
তিনি বলেন, দীর্ঘ দুই যুগ ধরে শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি আনোয়ারায় কিশোর কিশোরীদের শরীর চর্চার সুযোগ অবারিত করেছে। ফলে আত্মবিশ্বাসী মানব সম্পদ গড়ে ওঠছে। শুধু তাই নয়, আজ বড় সুখের খবর এই একাডেমির প্রশিক্ষিত শিক্ষার্থীরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রশিক্ষক হিসেবে অনন্য ভূমিকা রাখছে। সবার সহযোগিতায় এই একাডেমির কার্যক্রম আরও বেগবান হবে আশা করি।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম ডি রাজু, সুমন শাহ্, জাহিদ হৃদয়, জসীম উদ্দীন, রুপন দত্ত, সমন্বয়ক শাহেদুল আলম, একাডেমির সিনিয়র শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন মানিক, নুরুল আজিম, শাহ মুহাম্মদ মহিউদ্দিন ইকবাল হোসেন, এমদাদ সুমন, জিল্লুর রহমান, আব্দুল আজিজ, আবু সুফিয়ান রাসেল, রবিউল তালুকদার, রাদিয়া বিনতে ফোরকান, সুরাইয়া শারমিন।
চাটগাঁ নিউজ/জেএইচ