আনোয়ারায় লাখ টাকার পেকুয়া জাল পুড়িয়ে ধ্বংস

চাটগাঁ নিউজ ডেস্ক:  চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধ জাল নির্মূলে  বিশেষ অপারেশন পরিচালনা করা হয়েছে। এসময় লাখ টাকার অবৈধ পেকুয়া জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার সমুদ্র উপকূল, সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরের মোহনায় উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড এক যৌথ অভিযান পরিচালনা করে।

এসময় ১টি অবৈধ পেকুয়া জাল জব্দ করা হয়। জালের আনুমানিক দৈর্ঘ্য ১০০০ হাজার মিটার। মূল্য প্রায় ১ লক্ষ টাকা। অভিযানে নের্তৃত্ব দেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তর ইলিশ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক মায়েদুজ্জামান।

অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তর ইলিশ শাখার গবেষণা কর্মকর্তা মো:জাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড সিজি স্টেশন সাংগু গহিরা কন্টিজেন্ট কমান্ডার অনিমেষ রায় ও এবং বার আউলিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো:কায়চার হামিদ সহ প্রতিনিধিবৃন্দ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক বলেন, অভিযান পরিচালনা শেষে জব্দকৃত জালসমূহ সাঙ্গু স্টেশন, গহিরার পল্টুনে উপস্থিত সকল এবং স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

চাটগাঁ নিউজ/রেজাউল/ইউডি  

Scroll to Top