আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও এলাকায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত মাদক কারবারি মো. জসিম (৪১) প্রকাশ পিচ্চি জসিম গ্রেপ্তার করা হয়েছে। আটকের পর রবিবার (১০ নভেম্বর) সকালে তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী।
এর আগে শনিবার রাতে উপজেলার বারখাইন দক্ষিণ হাজিগাঁও নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে দেশীয় দা, ছুরি, রামদা ও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃত মোঃ জসিম উপজেলার বারখাইন ইউনিয়নের ২ নং ওয়ার্ড দক্ষিণ হাঝিগাঁও গ্রামের মৃত আব্দুস ছমদের প্রথম পুত্র।
স্থানীয়রা জানায়, জসিম দেয়াং পাহাড়ে অবস্থান করে একটি ডাকাতি দল গঠন করে। তার নেতৃত্বে এলাকায় মাদক, ইয়াবা ব্যবসা, ছিনতাই ও ডাকাতি কার্যক্রম চলতো। দিন দুপুরে ও রাতে এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করত তারা। এতে এলাকার শিশু থেকে যুবক মাদকের সাথে জড়িয়ে পড়ে। ফলে নিঃস্ব হয়ে গেছে অধিক পরিবার। এলাকার লোকজন অতিষ্ট হয়ে কয়েকদিন আগে তাকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধনও করেন। যৌথ বাহিনীর অভিযানে পিচ্চি জসিমের আটকের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, জসিমকে যৌথ বাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ