আনোয়ারায় যৌথবাহিনীর পৃথক অভিযানে আটক ২

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রাম আনোয়ারায় যৌথবাহিনীর পৃথক দুটি অভিযানে চিহ্নিত এক ছিনতাইকারী ও দেশীয় মদসহ এক মদ ব্যবসায়ীসহ দু’জনকে আটক করা  হয়।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ও দিবাগত রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা বাজার এলাকায় এবং হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

সেনাবাহিনী সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সেনাবাহিনীর টহল টিম শোলকাটা বাজারের উপরে ৩ জন ব্যাক্তিকে সন্দেহ হলে তাদের ডাকা হয়। ২ জন ব্যক্তি পালিয়ে যায় এবং এক জন ধরা পড়ে। অতঃপর তল্লাশি করে তার কাছে একটি দেশীয় অস্ত্র (চায়না ছুরি) পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত যুবক সক্রিয় ছিনতাইকারী দলের একজন সদস্য।

অন্যদিকে মঙ্গলবার মধ্য রাতে আসামি উত্তম সরকার ও তার পিতা নেপাল সরদার চিহ্নিত দেশীয় মদ ব্যবসায়ী। তারা বিভিন্ন জায়গা থেকে দেশীয় মদ এবং মদ তৈরীর কাঁচামাল নিয়ে এসে স্থানীয় মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৫৬ লিটার দেশীয় মদ সহ উত্তম সরকারকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাফিস সাদিক রিফাত জানান, পৃথক দুটি অভিযানে আনোয়ারা উপজেলার দুই জায়গা থেকে একজন ছিনতাইকারী ও আরেকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত মদ সহ দু’জনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন জানান, সকালে যৌথবাহিনীর অভিযানে দুই ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী সহ পাঁচজন আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top