পড়া হয়েছে: ৩৩
আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগ নেতা ফরিদকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২) মার্চ রাতে তাকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার উত্তর চাতরী ৪নং ওয়ার্ডের মুন্সি পাড়ার আবুল কালামের পুত্র। সে চাতরী ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য ছিল। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতাসহ নানা অভিযোগ রয়েছে।
আনোয়ারা থানার অফিসার (ওসি) মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতা ফরিদকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিএনপির মিছিলে হামলার অভিযোগে মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন