আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জয়কালীহাট বাজারে তিন প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এই জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, কিছু দোকানে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ, ওজন কম দেওয়া এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছিল। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তিনটি মামলায় তিন প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আনোয়ারা থানার পুলিশ সদস্য ও স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, “ভোক্তার অধিকার রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।”

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top