আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬টি মামলায় অর্থদণ্ড

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় লাইসেন্স বিহীন বেকারীতে নিম্নমান ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুইটি বেকারীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে উপজেলার মালঘর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

এছাড়া সড়কে লাইসেন্সবিহীন ও বেপরোয়া সিএনজি অটোরিকশা চালককে সড়ক পরিবহন আইনে দুই হাজার ৮শত টাকা জরিমানা করা হয়।

প্রশাসন সুত্রে জানায়, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করে বিভিন্ন দোকানে বিক্রি করা হচ্ছে মালঘর বাজারের দুটি বেকারিতে।

এছাড়া দুই প্রতিষ্ঠানে নেই বিএসটিআই’র অনুমোদন এবং পণ্যের প্যাকেটে নেই উৎপাদনের তারিখ ও মূল্য। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারির মালিককে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, বাজারের দুটি বেকারিতে উৎপাদিত পণ্যগুলোর গায়ে ছিল না উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, ফলে বুঝতে অসুবিধা হয় পণ্যগুলোর মেয়াদ আছে কিনা। ভোক্তা অধিকার আইনে এ দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করি। অন্যদিকে সড়ক পরিবহন আইন-২০০৯ সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন পরিবহনকে জরিমানা করা হয়। মোট ৬টি মামলায় ৪৭ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top